* গোল্ড প্লেটেড গহনা অন্য গহনার সাথে রাখবেন না।
* গহনা যে বক্সে করে কিনে আনেন সেই বক্সেই ব্যবহারের পর সুন্দর করে সাজিয়ে রাখুন। তাতে গহনাগুলো সুবিন্যস্ত থাকায় দীর্ঘদিন ভালো থাকবে।
* গোল্ড প্লেটেড গহনা কখনোই কাগজে জড়িয়ে বা দলা করে রাখবেন না। এতে ছোট ছোট ডিজাইনের অংশগুলো খুলে যেতে পারে বা একটার সাথে আরেকটা জড়িয়ে যেতে পারে। যদি একান্তই জড়িয়ে রাখতে হয় তাহলে টিস্যু পেপারে আলতো করে জড়িয়ে রাখবেন।
* বক্সে রাখার পর গোল্ড প্লেটেড গহনা টিস্যু বা তুলা দিয়ে ঢেকে রাখবেন। না হলে রং হালকা হয়ে যেতে পারে।
* পার্টি থেকে ফিরেই গহনা খুলে রাখবেন। তবে খুলেই বক্সে তুলে রাখবেন না। গহনায় ঘাম লেগে থাকলে রং নষ্ট হয়ে যাবে। তাই তুলা বা টিস্যু দিয়ে মুছে কিছুক্ষণ বাতাসে রেখে তারপর বক্সে তুলুন।
* গোল্ড প্লেটেড গহনা রাফ ইউজ না করাই ভালো। পানির সংস্পর্শে রং দ্রুত উঠে যায় তাই পানি থেকে যতটা সম্ভব দূরে থাকবেন। সাবান পানি বা ভিমের কাজ গোল্ড প্লেটেড গহনা পরে করবেন না। তাহলে রং হালকা হয়ে যাবে। তাই বাইরে গেলেই এই গহনা ব্যবহার করুন। কিংবা কাজ করার সময় খুলে রাখুন।
* গরমের সময় ঘামে গোল্ড প্লেটেড গহনার রং নষ্ট হয়ে যায় তাই গলায় গহনা পরার সময় একটু পাউডার লাগিয়ে নিবেন। পারলে মাঝে মাঝে টিস্যু দিয়ে মুছে ফেলবেন।
একটু যত্ন নিলে দেখবেন গহনাগুলো বেশ অনেক দিন ব্যবহার করা যাবে আর সুন্দরও থাকবে।