ঘুড়ি তুমি কার আকাশে উড়ো - এই একটি লাইনই যথেষ্ট তাকে চিনিয়ে দিতে। বলছিলাম সময়ের জনপ্রিয় শিল্পী লুৎফর হাসানের কথা। সময়ের স্রোতে গা না ভাসিয়ে এই শিল্পী হুট করে নিজের মন মত কোন এক গান গেয়ে ফেলেন। আর সেই গানই শ্রোতাদের মাঝে সৃষ্টি করে মাদকতা। দশবার, বিশবার এমনকি শতবার শুনলে ও গানকে নতুন মনে হয়। এটাই বোধহয় শিল্পীর সার্থকতা।
প্রকাশ পেলো লুৎফর হাসানের পঞ্চম অ্যালবামের টাইটেল সং বন্ধু তোমার ছুটি মেলে না গানের মিউজিক ভিডিও। ৭ ফেব্রুয়ারি রবিবার দুপুরে গানচিল মিউজিকের ব্যানারে ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউবে মিউজিক ভিডিওটি প্রকাশ পায়। আসিফ ইকবালের লেখা এ গানে সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। ভিডিও পরিচালনা করেছেন ফাহাদ খান।
গানের ভিডিওতে মডেল হয়েছেন মাশিয়াত আর এখনই ডট কমের প্রতীক খ্যাত অভিনেতা অর্নব অন্তু। গানের কথায় যেমন আবেগ, সুরেও তেমনি। তার সাথে আগুনে ঘি ঢেলে দেয়ার মত কাজ করেছে ভিডিওর মডেলরা। ছোট্ট একটা দাম্পত্য জীবনের খুনসুটি গল্পগুলোকে বাড়ির অন্দরমহল থেকে ক্যামেরার সামনে নিয়ে এসেছেন তারা।
গানটি সম্পর্কে লুৎফর হাসান বলেন, আজন্ম বিরহ কাতর মানুষ আমি। সেই ঘুড়ি থেকে শুরু করে এখনও ভালোবাসার মানুষকে কাছে না পাবার হাহাকারের গান গাইছি। বিদগ্ধ প্রেমিক প্রেমিকাদের জন্য ফেব্রুয়ারি ২০১৬ এর আমার পক্ষ থেকে এটাই ভালোবাসার উপহার।
আসলেই তাই। গানটি শোনার পর আপনার হৃদয়ে হাহাকার শুরু হয়ে যাবে। একটা না পাওয়ার কষ্ট যেন আপনাকে আড়ষ্ট করে রাখবে। অন্তত ভিডিও প্রকাশের প্রথম দিনই শ্রোতা এবং দর্শকদের অভিব্যাক্তি তাই বলে। গানটি সম্পর্কে রাকিব হাসান রাহুল বলেন, ‘গানটা শুনে প্রতিবারই এক ভালোলাগা জন্মে। ভালোলাগাটা ভালোবাসা। গানটা নিয়ে বলতে গেলে প্রথমত গানের কথাগুলো আমাদের জীবনের, আমাদের প্রেমের আমার অভাবের’।
আমদাদ হোসেন শরীফ বলেন, কিছু কিছু গান শুনে মেগাবাইট খরচ করতেও পরম শান্তি লাগে। ভালো লাগার ঢেউ বুকে আছড়ে পড়ে। বিরহ প্রেম নিয়ে গানগুলোকে কানে কানে লেপ্টে দেয়া যায়। 'বন্ধু তোমার ছুটি মেলেনা' তেমনি একটা গান।
হাতে সময় থাকলে দেরী না করে ইউটিউবে এখনই দেখে ফেলুন গানটির ভিডিও।
গানটি শুনুন। এরপর হয়ত নিজেই গুনগুন করে গাইতে শুরু করবেন, এক ঘরে বসত করি, ভুবন দুইখানা, তোমার আমার দেখা বুঝি উপর থেকেই মানা।